Sunday , 5 May 2024
সংবাদ শিরোনাম
বিসিবি সাকিবকে নিয়ে সুখবর দিল

বিসিবি সাকিবকে নিয়ে সুখবর দিল

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। এ সমস্যা থেকে মুক্ত হতে নিজ দেশের পাশাপাশি ইংল্যান্ডেও চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে কাজের কাজ কিছুই হয়নি। সে কারণে চলমান বিপিএলের মাঝেই ডাক্তার দেখাতে সিঙ্গাপুর উড়াল দেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখান থেকে আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে রংপুর রাইডার্স তারকাকে।

বুধবার (২৪ জানুয়রি) সিঙ্গাপুর থেকে রাতে দেশে ফিরবেন সাকিব আল হাসান। সংবাদমাধ্যমকে এমনটায় জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। এমনকি সিলেট পর্বে রংপুরের হয়ে মাঠেও দেখা যেতে পারে টাইগার অধিনায়ককে ।

দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আজ রাতে দেশে ফিরবে সাকিব আল হাসান। দেশে ফেরার পরই রংপুর রাইডার্সের সঙ্গে সিলেটে যোগ দিবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অপরারেশন দরকার না হওয়ায় নন-সার্জিক্যাল পদ্ধতিতে কাজগুলো চালিয়ে যাবেন সাকিব।

গত ১৪ জানুয়ারি চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডন গিয়েছিলেন সাকিব। চোখের চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি রাতে বাংলাদেশে ফিরে আসেন টাইগার অধিনায়ক। দুদিন পর বিপিএলে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। সৈয়দ খালেদ আহমেদের বলে মাত্র ২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার।

বরিশালের বিপক্ষে ম্যাচের পর আবারও চোখের সমস্যায় পড়েন সাকিব। তখন বিসিবির প্রধান চিকিৎসক সাকিবকে সিঙ্গাপুর যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরদিন ২১ জানুয়ারি বিসিবির খরচে সিঙ্গাপুর যান চোখের ডাক্তার দেখাতে।

আগামী ২৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top