Saturday , 27 April 2024
সংবাদ শিরোনাম

ফিল্ডিংয়ে পাকিস্তান, জিততে হবে ১৫ বলে

প্রথমে ব্যাটিং করবে ইংল্যান্ড। বোলিংয়ে পাকিস্তান। মাঠে নামার আগেই বাবর আজমদের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ। কেননা, সেরা চারে খেলতে অবিশ্বাস্য কিছু করতে হবে তাদের। সেটা হলো, ইংল্যান্ড যতই রান করুন না কেন সেটা তাড়া করতে নেমে পাকিস্তানকে জিততে হবে ১৫ বলে। তাহলেই সেমি নিশ্চিত হবে ৯২’র চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপে সেরা চারে খেলা নিশ্চিত হয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার। চতুর্থ দল হিসেবে সেমির খুব কাছে নিউজিল্যান্ড। ৯ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ১০ পয়েন্ট। পাকিস্তান জিতলে তাদের পয়েন্টও হবে ১০। সেক্ষেত্রে বিবেচনা করা হবে নেট রানরেটে। যেখানে ঢের এগিয়ে গত আসরের ফাইনালিস্টরা।

নিউজিল্যান্ডের রানরেট +০.৭৪৩। পাকিস্তানে +০.০৩৬। এত বড় ব্যবধান কমাতে বাবরদের আজ কলকাতার ইডেন গার্ডেন্সে রান তাড়ায় জিততে হবে ১৫ বলে। প্রথমে ব্যাট করলে তাদের ২৮৭ রানে জিততে হতো। তবে পাকিস্তানকে এই সুযোগটা দেননি জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস আটকিনসন এবং আদিল রশিদ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top