Sunday , 19 May 2024
সংবাদ শিরোনাম

চার দিনে কত আয় করল আওয়ামী লীগ?

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির মোট আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা থেকে ৭৩০টি, চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি, বরিশাল থেকে ২৫৮টি ফরম সংগ্রহ করা হয়।

এবার প্রত্যেকটি মনোনয়ন ফরম ৫০ হাজার টাকা মূল্যে বিক্কি করছে আওয়ামী লীগ। সেই হিসাব অনুযায়ী এসব মনোনয়ন ফরম বিতরণ করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top