Monday , 20 May 2024
সংবাদ শিরোনাম

বাগমারা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টুর গণসংযোগ

বাগমারা ( রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা -৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ‘বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে। শুক্রবার (২৮ শে জুলাই ২০২৩) বিকাল ৫ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়নে মদাখালী বাজার সহ- প্রতিদিন তিনি পাড়া-মহল্লা ঘুরে আওয়ামীলীগের পক্ষে জনমত গঠনে সরকারের উন্নয়ন কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রিয় নেতা হিসেবে আস্থা ভাজন। তিনি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। বিভিন্ন কারণে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেও আওয়ামীলীগের পক্ষে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও শান্তি সমাবেশে অংশ নিয়ে দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকালে আমাদের নিউজের সাথে মদাখালী বাজারে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাইদ খাঁর সভাপতিত্বে উক্ত মতবিনিময়কালে এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দূর হয়েছে ক্ষুুধা- দরিদ্র ও মঙ্গা। বি এনপি ও জামায়াত সহ- স্বাধীনতা বিরোধী চক্র দেশ বিদেশে রাষ্ট্র,স্বাধীনতার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত। তাই আসুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীবেশ ভোট দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুুুলি। দলের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সকল উন্নয়ন কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা-৪ আসনে আমাকে মনোনয়ন দিলে নেত্রীকে এই আসনটি উপহার দিব

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top