Monday , 20 May 2024
সংবাদ শিরোনাম

এনআইডি’র তথ্য ফাঁসের ঘটনায় সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে।’

আজ রোববার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এনআইডি সেবা আমাদের অধীনে আসেনি, আমরা এখনও কার্যক্রম শুরু করিনি। এখনও এ কার্যক্রমটা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসলে তখন আমরা পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারব। এ মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত নেই। আপনারা যেভাবে শুনেছেন আমরাও ঠিক সেরকমভাবে শুনছি। না জেনে উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কি ঘটেছে, কতখানি কি ফাঁস হয়েছে- সেটা আমাদের দেখতে হবে। যদি দেখি, কেউ এর সঙ্গে যুক্ত আছে, কেউ এতে সহযোগিতা করেছে- সেক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেই না। সেটা আপনারা দেখেছেন। পুরো বিষয়টি আমরা জেনে নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top