Monday , 13 May 2024
সংবাদ শিরোনাম

বাগমারা বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন-করেন-এনামুল হক এমপি

বাগমারা(রাজশাহী) প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকারের আমলে সরকারী প্রাথমিক বিদ্যালয় ,হাইস্কুুল, কলেজ,মাদ্রাসা,মসজিদ, ভবণ নির্মাণে সারা দেশের ন্যায় বাগমারায় ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে তার ধারাহিকতায় বাগমারার উন্নয়নের রুপকার ও শিক্ষানুরাগী ,রাজশাহী-৫৫ (বাগমারা-৪) আসনের মাননীয় সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে যে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন।
বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মূলভিত্তি। প্রাথমিক পর্যায়ের উন্নয়ন হলে উচ্চতর পর্যায়ের শিক্ষা ক্ষেত্রে সহজ হয়। শনিবার (১০ শে জুুন ২০২৩) সকাল ১০ টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয় প্রতিটি স্তরে সমান তালে উন্নয়ন করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব। দেশের প্রতিটি উন্নয়ন আওয়ামী লীগ সরকারের হাত ধরেই সংগঠিত হয়েছে। দেশের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম,আবু সুফিয়ান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপস্তিত ছিলেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক। এ সময় আরো উপস্তিত ছিলেন,বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আব্দুস সামাদ, শিক্ষক মোঃ মামনুর রশিদ, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলাম আলী আসকান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, প্রাথমিক বিদ্যালয়ের গভনিং বডির সদস্য, বিভিন্ন পেশার মানুষ উপস্তিত ছিলেন। বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে প্রায় ৯৭ লাখ টাকা ব্যায়ে চারতলা একাডেমিক ভবনের একতলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top