Tuesday , 14 May 2024
সংবাদ শিরোনাম

আইপিএল থেকে চোট নিয়ে ফিরলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দল বিদায় নিয়েছে লিগ পর্ব থেকেই। মুস্তাফিজ ফিরেছেন দেশে। সঙ্গে ‘বোনাস’ হিসেবে পেয়েছেন পায়ের আঙুলে চোট! সেই চোট অবশ্য গুরুতর কিছু নয়। বিশ্রামেই ঠিক হবে বলে আশা করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ।

রবিবার এক সংবাদ সম্মেলনে ওয়ালশ মুস্তাফিজের চোটের খবর জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে ওর পায়ের অগ্রভাগে সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল সে যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো, এটা কাঁধের চোট নয়। আমরা ওকে দিন দুয়েকের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভালো করবে।’

২০১৫ থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত স্বপ্নের মতো কাটানোর পর কাউন্টি খেলতে গিয়ে চোটে পড়েন মুস্তাফিজ। তারপর থেকে বারবার চোটে আক্রান্ত হয়েছেন। বোলিংয়ে সেই কারিশমা আর নেই। নেই কোনো ধারাবাহিকতা। গত শনিবার অনুশীলনে যোগ দিয়ে ফিটনেস ট্রেনিংসহ নিয়মিত কাজগুলো করেছেন মুস্তাফিজ। ম্যাচের মতো করে খেলা অনুশীলনে বোলিংও করেছেন। তবে শতভাগ ফিট ছিলেন না। খুব বাজে কিছু না হলে ২৮ মে দলের সঙ্গেই ভারতে উড়াল দেবেন মুস্তাফিজ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top