Wednesday , 8 May 2024
সংবাদ শিরোনাম

হাইভোল্টেজ ফাইনাল আজ : রোনালদো বনাম সালাহ

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব দখলে নেয়ার হাইভোল্টেজ শিরোপা লড়াইয়ে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি লিভারপুল। বহুল আলোচিত ফাইনালের উত্তাপে ইতোমধ্যেই আক্রান্ত ফুটবল অঙ্গন। সবার নজর এখন ইউক্রেনের কিয়েভ অলিম্পিকি স্টেডিয়ামে। ঐতিহাসিক এই ভেনুতেই ২০১৭-১৮ মওসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট। ভক্তদের প্রত্যাশার শীর্ষে টানটান উত্তেজনায় ঠাসা স্বপ্নের এক শিরোপা লড়াই। মুখিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস মোহাম্মদ সালাহ, ইউরগান ক্লপ ভার্সেস জিদান দ্বৈরথ দেখায়।

মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের সব প্রস্তুতি শেষ করেছে দুই ফাইনালিস্ট। ফুটবলাররোও অপেক্ষায় শিরোপা লড়াইয়ে সামর্থ্যরে প্রমাণ রাখার। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

ইতিহাস রচনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজ কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালের লড়াইয়ে পা রাখবে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক শিরোপা জয়ের উত্তাপ দলটির ড্রেসিংরুমে। শেষ দুইবারের চ্যাম্পিয়নদের স্বপ্ন পূরণে নেতৃত্ব দেয়ায় প্রস্তুত সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট রাউন্ডের প্রতিটি বিগ ম্যাচেই তিনি পারফরম করেছেন। ফ্রান্স, ইতালি ও জার্মানির চ্যাম্পিয়নদের হারিয়ে রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক ফাইনালে উন্নীতে এক্স ফ্যাক্টর ভূমিকায় পর্তুগাল অধিনায়কের ব্যক্তিগত নৈপুণ্য। সাম্প্রতিক সময়ে স্পেনের ক্লাবটির জার্সিতে শিরোপা নির্ধারণী লড়াইয়েও তার ঈর্ষণীয় সাফল্য অন্যতম দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের জন্য। কিয়েভের ফাইনালে সম্ভাব্য সেরা একাদশের সার্ভিসও পাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে শেষ পাঁচ বছরের চতুর্থ ফাইনালের ফেবারিট হিসেবেই কিয়েভের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংলিশ প্রতিপক্ষের। ট্রফি নির্ধারণী ম্যাচে পারফরম করার ব্যাপারে আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। অধিনায়ক সার্জিও রামোস বলেন, ‘আরেকটি ট্রফি উৎসবের প্রস্তুতি চলছে। সাফল্যের ইতিহাসে যোগ হতে চলেছে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ফুটবলারদের কঠোর পরিশ্রম। বর্তমান দলটির চলমান সাফল্যে মূল অবদান। পরিশ্রম করলে ফল মিলবেই।’

অল রেড খ্যাত লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিনিধিত্বের গৌরবেও রয়েছে একক ফুটবলারের ব্যক্তিগত অবদান। মিসরীর স্ট্রাইকার মোহম্মদ সালাহতে উজ্জীবিত দলটি পুরোপুরিই নতুন চেহারায় উদ্ভাসিত ২০১৭-১৮ ক্লাব মওসুমে। তার বল পায়ের ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের আলোচনার কেন্দ্রবিন্দুতে লিভারপুল। সেমিফাইনালেও কম যায়নি ইংল্যান্ডের জায়ান্টরা। রোমার বিপক্ষে লিভারপুলের ৭-৬ ব্যবধানের অ্যাগ্রিগেট জয় দখলে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ম্যাচে ইতিহাসের সর্বোচ্চ গোলের।

২০১৪ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় লড়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। দুই লেগেই জয়ী হয় স্পেনের জায়ান্টরা। তবে ওই লিভারপুলের সাথে বর্তমান ক্লপের দলের কোনো মিল নেই। তার দল এবারের আসরে ফাইনালে ওঠার প্রক্রিয়ায় সর্বোচ্চ ৪০ গোলের কৃতিত্বের জন্ম দিয়েছে। সাদিও মানে, ফিরমিনো ও মোহাম্মদ সালাহ সমন্বিত অল রেডের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগেই ত্রাসের জন্ম দিতে সক্ষম। সুযোগ পেলেই মুহূর্তের ম্যাজিকেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেয়ার অসাধারণ প্রতিভার প্রমাণ রেখেছেন সালাহ। তাকে কার্যত অচল করে রাখার প্ল্যান বাস্তবায়নও অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের জন্য বাড়তি দুশ্চিন্তার হবে রক্ষণভাগের নেতা সার্জিও রামোসের লালকার্ড হজমের ইতিহাস!

সাম্প্রতিক সময়ের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সাফল্য বিচারে অনন্য অসাধারণ এক দল রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ বছরে খেলা তিন শিরোপা লড়াই শেষে উৎসব করেছেন দলটির ফুটবলারেরা। বিগ ম্যাচের চাপ সামলানোর সক্ষমতায় তারা এগিয়ে কিয়েভের প্রতিপক্ষ লিভারপুলের চেয়ে। ইংলিশ ক্লাবটির জার্সি বর্তমান দলটির কারোই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা নেই। তবে ইউরোপীয় টুর্নামেন্টে ক্লাব ইতিহাসের অতীত পরিসংখ্যান এবারের ফাইনালে পারফরম করায় বাড়তি প্রেরণা হবে অল রেডের নতুন জেনারেশনের সদস্যদের। মহাদেশীয় ক্লাব ফুটবলে স্প্যানিশদের সাম্প্রতিক দাপটের আগে ১৯৮১ সালে ফাইনালে সর্বশেষ ইংলিশ ক্লাব হিসেবে শিরোপা উৎসবে মেতেছিল লিভারপুল!

প্রস্তুত ক্লপ এবং জিদানও

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক আধিপত্যে বাদ সাধতে চায় মোহাম্মদ সালাহতে উজ্জীবিত লিভারপুল। আলোচিত ফাইনালে আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেছেন ইংলিশ দলটির কোচ য়ুর্গান ক্লপ।

আজ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মওসুমের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। হ্যাটট্রিক ট্রফি উৎসবের কৃতিত্ব অর্জনের লক্ষ্যে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে শেষ দু’বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে দলটির স্বপ্ন পূরণের রেসে লিভারপুল বাদ সাধতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিলেন ক্লপ। তিনি বলেন, ‘আমরা যদি এবার শিরোপা জয় করতে পারি তাহলে সেটি হবে একটি ব্যতিক্রমী ব্যাপার। এটি হবে অসাধারণ ঘটনা। এ সুযোগ হাতছাড়া করার ঝুঁকি নিতে প্রস্তুত নই।’

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সাফল্যের ব্যাপারে ক্লপের আত্মবিশ্বাসের মূলে রয়েছে মিসরের অ্যাটাকার মোহাম্মদ সালাহর অবিশ্বাস্য উত্থান। চ্যাম্পিয়ন্স লিগের ১২ ম্যাচে তিনি করেছেন ১১ গোল। সব মিলিয়ে ক্লাব জার্সিতে ৪৪ গোল করা তারকা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও লিভারপুলের বাজির ঘোড়া। ক্লপের আক্রমণনাত্মক স্টাইলের ফুটবলে পারফরম করার সহজাত দক্ষতা রয়েছে সালাহর। ফলে আক্রমন ও পাল্টা আক্রমণে সমৃদ্ধ ২০১৭-১৮ মওসুমের চ্যাম্পিয়ন্স লিগের কিয়েভ ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছেন বোদ্ধারা।

আজ শিরোপা লড়াইয়ের ম্যাচের ডাগআউটে ক্লপ পা রাখবেন ক্যারিয়ারের দুঃস্বপ্ন ফাইনাল জুজু পেছনে ফেলার মিশনে সাফল্যের উৎসবে। কোচ হিসেবে ৫টি বড় টুর্নামেন্টের ফাইনালে হার দুঃসহ অধ্যায় তাড়িয়ে ফিরছে তাকে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের কাছে হারটিও রয়েছে। তালিকায় আরো রয়েছে ২০১৬ সালের ইউরোপা লিগে লিভারপুলের হয়ে সেভিয়ার কাছে হার। অভিজ্ঞতার বিচারে কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদের চেয়ে ঢের পিছিয়ে লিভারপুল। তবে ক্লপ জানেন, তাদের অবজ্ঞা করার সুযোগ নেই জিনেদিন জিদানের দলের।

সালাহ’র সাথে আমার তুলনা কীভাবে হয়?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের উত্তেজনা যেন আর সহ্য হচ্ছিল না রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে মোহাম্মদ সালাহর লিভারপুলের বিপক্ষে। আর এই ম্যাচের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে রোনালদো আর সালাহর তুলনা। যা নিয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রোনালদো।

বিটি স্পোর্টসকে সিআর সেভেন বললেন, ‘আমরা দু’জন একবারেই আলাদা। তুলনা কীভাবে হয়? সালাহ খেলে বাম পায়ে আর আমি ডান পায়ে। আমি লম্বা আর সালাহ আমার চেয়ে একটু খাটো।’

তিনি আরো বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে কোনো মিল নেই। মানুষ আমার সাথে অন্য খেলোয়াড়দের তুলনা করে। কিন্তু আমার সাথে কারো তুলনা হয় না, আমি সবার চেয়ে আলাদা।’

রোনালদো বলেন, ‘সালাহ অন্য আরেকজন খেলোয়াড়ের চেয়ে আলাদা। আমরা দু’জনেই আলাদা। কিন্তু সে চ্যাম্পিন্স লিগের এই মৌসুমে দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত। এখন অপেক্ষা শনিবারের। দেখা যাক সেদিন কী হয়।’

এককভাবে এর আগে চারবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন রোনালদো। আর দল রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন তিনবার।

৩৩ বছর বয়সী এই রিয়াল তারকা বলেন, ‘যদি প্রথমবারের মতো এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতাম, তবুও আমি এতোটাই অনুপ্রাণিত হতাম। কারণ এটি ক্লাবফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আমরা দলের সবাই চাই আরো একবার ট্রফি ঘরে তুলতে।’

চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৪৪টি গোল করেছেন সালাহ। এর মধ্য দিয়ে তিনি ভেঙেছেন রোনালদোর করা এক মৌসুমে ৩৮ গোলের রেকর্ড। এরপর থেকেই মূলত রোনালদোর সাথে সালাহর তুলনার বিষয়টি আলোচনায় আসে। সেটা এতটাই যে, লিভারপুল বস পর্যন্ত এই বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।

তার মতে, ‘চলতি মৌসুমে সালাহ’র পারফমরমেন্স দুর্দান্ত ছিল, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে মেসি আর রোনালদোর সাথে সালাহ’র তুলনা চলে না।’

ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেসকে ক্লপ বলেন, ‘সালাহ চলতি মৌসুমে দারুণ খেলেছেন। কিন্তু রোনালদো এমন আরো ১৫টি দুর্দান্ত মৌসুম খেলেছেন। আমরা কেন সালাহ’র সাথে তাদের তুলনা করব? পেলের পারফরমেন্স চোখধাঁধিয়ে দিত, কিন্তু পেলের সাথে কোনো খেলোয়াড়ের তুলনা কেউ কখনো করেনি। এখন আমাদের আছে মেসি-রোনালদোর মতো সুপারস্টার ফুটবলার, যারা কয়েক বছর ধরে ফুটবলবিশ্ব নিয়ন্ত্রণ করছে। তাদের এখন শেষ সময়। ঠিক সময় লক্ষ্যে পৌঁছানোটা খুব জরুরি।’

তিনি আরো যোগ করেন, ‘মেসি-রোনালদোর হাতে এক দশক ধরে ব্যালন ডি’অর শোভা পাচ্ছে। তারাই এর যোগ্য।’

লিভারপুল বস বলেন, ‘যখন তারা খেলা ছেড়ে দিবেন। আমি শতভাগ নিশ্চিত, তাদের অভাব আমরা অনুভব করব। আমি চাই না, মেসি-রোনালদোর সাথে সালাহকে তুলনা করা হোক।’

শেষটা এভাবে টানেন ক্লপ, ‘সব সময় একজনকে সেরা বানিয়ে আলাদা করা উচিত নয়। আসল কথা হলো, ভালো ফুটবল খেলা এবং এর জন্য সবাইকে প্রয়োজন, একসাথে।’

যে সালাহর সাথে তুলনা নিয়ে রোনালদো আর লিভারপুল বসের এতো কথা, সেই সালাহ কিন্তু এখনো এ নিয়ে মুখ খুলেননি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এখন বাকি আর দুই দিন। উত্তেজনার পারদ আরো চড়বে তা অনুমেয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top