Friday , 10 May 2024
সংবাদ শিরোনাম

আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮

রাজধানীর আগারগাঁওয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮। সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবারের মতো এবারো মেলা চত্বর সাজানো হয়েছে বর্ণিল সাজে। পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে প্রধান গেট। বাণিজ্য মেলার ২৩তম আসরে ৬৫টি প্রিময়ার প্যাভিলিয়ন, ১৬টি সাধারণ সাধারণ প্যাভিলিয়ন, ২৩টি বিদেশি প্যাভিলিয়ন, ৩১টি খাবারের স্টলসহ ১৭ টি দেশের মোট ৫৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা উন্মুক্ত থাকবে। এতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।

এছাড়া মেলা প্রাঙ্গণসহ আশেপাশের পুরো এলাকা সিসি টিভির আওতায় নিয়ে আসার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় ইউনিফর্ম ও সাদা পোশাকে প্রায় এক হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top