Saturday , 4 May 2024
সংবাদ শিরোনাম

প্রাণ গেল কলেজছাত্রের ‘ভালোবেসে’

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত রতন সরকার (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত রতন উল্লাপাড়া উপজেলার পেস্তুক গ্রামের বাসিন্দা। তিনি সলপ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় সলপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল হাকিম শুক্রবার রাতে জানান, রতন আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সুবাদে বেলকুচি উপজেলার গাছচাপড়ার চর গ্রামের একটি মেয়েকে ভালোবাসতেন। মেয়েটিকে একই গ্রামের শামীম হোসেন নামের আরেক যুবকও ভালোবাসতেন। গত ৩০ অক্টোবর রতন ওই গ্রামে মেয়েটির সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে আরেক প্রেমিক শামীম তাঁর সহযোগী আশরাফুল, মক্কা, রাজু, মোমিনসহ কয়েকজন যুবক গাছচাপড়ার চর গ্রামের পাশের রাস্তায় রতনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় রতনকে স্থানীয় লোকজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৮ নভেম্বর রতন কিছুটা সুস্থ হলে তাঁর পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে আসেন। পরদিন ৯ নভেম্বর বিকেলে রতনের অবস্থা আবার অবনতি হয়। দ্রুত তাঁকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন শুক্রবার রাতে জানান, রতনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা আবদুস সালাম সরকার বিকেলে উল্লাপাড়া থানায় একটি মামলা করেছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top