Saturday , 27 April 2024
সংবাদ শিরোনাম

৫ নভেম্বর কেন কমছে ঘড়ির কাঁটা

শীতকালে যখন দিন ছোট হয়ে আসে তখন বিশ্বের ৭০টি দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয় এবং গ্রীষ্মকাল এগিয়ে দেওয়া হয় এক ঘণ্টা। সূর্যালোক সংরক্ষণের জন্যই প্রচলিত হয় এ নিয়ম।

উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে এ নিয়মের প্রচলন শুরু হয় ১৯১৮ সালে। ওই বছরের ১৯ মার্চ যুক্তরাষ্ট্রে এমন আইন পাস হওয়ার পর ৩১ মার্চ থেকে নিয়মটি অবলম্বনে প্রথমবারের মতো অদলবদল করা হয় ঘড়ির কাঁটা। চলতি বছর আমেরিকায় ৯৯তম বছরের মতো অনুসরণ করা হচ্ছে এ নিয়ম।

দিবালোক সংরক্ষণে ও প্রাকৃতিক আলোর আরও কার্যকর সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রচলিত এ নিয়ম ওই সময়ে আমেরিকার সব অঞ্চলে মানা না হলেও ১৯৬৬ সালে এসে এটি প্রথম জাতীয়ভাবে অনুসরণ শুরু হয়। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় বিষুবরেখার কাছাকাছি থাকা দেশগুলো এটি অনুসরণ না করলেও প্যারাগুয়ে, ব্রাজিল ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও প্রচলিত রয়েছে এ নিয়ম।

তবে এই নিয়মের একেবারেই প্রচলন নেই এশিয়া ও আফ্রিকার কোনো দেশে। সূত্র: ফক্স নিউজ

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top