Thursday , 16 May 2024
সংবাদ শিরোনাম

পরকিয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে, স্ত্রী কন্যাকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা, পাষন্ড স্বামী গ্রেফতার!

পরকিয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে, স্ত্রী কন্যাকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা, পাষন্ড স্বামী গ্রেফতার!

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় স্ত্রীকে গলাকেটে ও তার ৯ মাসের শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুদু মিয়া পাটোয়ারি বাড়ির নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় নিহত গৃহবধু শাহানাজ (৩০) ও অগ্নিদগ্ধ তার ৯ মাসের শিশু কন্যা মোহনাার লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িদ থাকার অভিযোগে নিহত শাহনাজের স্বামী ট্রাক চালক বিল্লাল হোসেনকে পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী বিল্লাল স্বীকার করে, বলে সে তার স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে বিষয়টিকে অগ্নিকা- বলে চালানোর চেষ্টা করেছিল। স্থানীয় নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে স্বামী বিল্লালের পরকিয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী শাহনাজের সাথে পারিবারিক কলহ ও বিবাদ চলছিলো। শুক্রবার রাতে ট্রাক চালক বিল্লাল হোসেন, স্ত্রী ও ২ সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ২টার দিকে বিল্লাল ঘুম থেকে উঠে কিছু বুঝে উঠার আগেই স্ত্রীকে শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। পরে তার নিজ ঘরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে সে তার ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার দেয়। পরে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভায়। এ সময় ৯ মাস বয়সী বিল্লালের মেয়ে মোহনাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপর দিকে বিল্লাল তার বড় ছেলে মেহেদিকে (৭) বিল্লালের মায়ের কাছে রেখে নিজে এসে ভোলা সদর হাসপাতালে অগ্নিদগ্ধ হওয়ার অজুহাতে হয়। খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ শনিবার ভোরে গিয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন সাংবাদিকদের জানান, স্ত্রী-কন্যাকে হত্যার অভিযোগে বিল্লালকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বিল্লাল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top