Sunday , 12 May 2024
সংবাদ শিরোনাম

আরেক বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আরেক বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতে কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং তার দুইজন অনুসারীকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত হন। বর্তমানে ওই কথিত ধর্মগুরু কারাগারে আছেন। এবার একই অভিযোগ উঠল আরেক ‘স্বঘোষিত বাবার’ বিরুদ্ধে। অভিযুক্ত ওই ধর্মগুরু রাজস্থানের বাসিন্দা। তাঁর নাম কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ (৭০)।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ২১ বছর বয়সী এক তরুণী অনুসারী কৌশলেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই তরুণীর বাড়ি ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে।

পুলিশ জানায়, রাজস্থানের কথিত ধর্মগুরু কৌশলেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তাঁরই অনুসারী এক তরুণী।

পুলিশের কাছে অভিযোগে করে ওই তরুণী বলেছেন, কৌশলেন্দ্রর আশ্রম রাজস্থানের আলওয়ারে। সেখানেই গত ৭ আগস্ট তাঁকে ধর্ষণ করেন কৌশলেন্দ্র।

রাজস্থানের আরভালি থানার কর্মকর্তা হেমরাজ মীনা বলেন, ‘বিলাসপুর থানার পুলিশ অভিযোগটি এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি। প্রাথমিক তদন্ত চলছে।’

পুলিশ জানায়, কথিত ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ প্রায় সময় ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। তাঁর পরিবারের সদস্যরা কৌশলেন্দ্রর ভক্ত।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তরুণী আইন বিষয়ে পড়াশোনা শেষ করে এখন শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। গত ৭ আগস্ট তিনি ওই আশ্রমে কিছু অর্থ দান করতে গিয়েছিলেন। সেখানেই কৌশলেন্দ্র তাঁকে ধর্ষণ করেন।

বিলাসপুর থানার উপপুলিশ সুপার অর্চনা জা বলেন, ওই তরুণীর পরিবারের সকল সদস্যরা কৌশলেন্দ্র বাবার ভক্ত। তাঁরাই ওই তরুণীকে অর্থ দান করতে আশ্রমে পাঠিয়েছিলেন। আশ্রমে গেলে কৌশলেন্দ্র তাঁকে অপেক্ষা করতে বলেন। পরে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় কাউকে না জানানোর জন্য হুমকিও দেন কৌশলেন্দ্র বাবা। কিন্তু বাড়ি ফিরে ওই তরুণী তাঁরা মা-বাবাকে বিষয়টি খুলে বলেন। পরে মা-বাবা থানায় মামলা করেন।

পুলিশ জানায়, আলওয়ারে কৌশলেন্দ্রর বিশাল আশ্রম। সেখানে দেশি-বিদেশি ভক্তরা আসেন।

তবে ভারতে এমন কর্মকাণ্ড শুধু রাম রহিম ও কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজই ঘটাননি। এর আগেও অনেক ‘ধর্মগুরু’ এমন ঘটনা ঘটিয়েছেন। অনেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন। কথিত এসব ধর্মগুরুর মধ্যে আছেন ওডিশার সন্তোষ রাউল ওরফে সারথি বাবা, মধ্যপ্রদেশের লাল বুলচান্দনি ওরফে লাল সাঁই, বেঙ্গালুরুর স্বামী নিত্যানন্দ, কেরালার তিরুঅনন্তপুরমের স্বামী গঙ্গেশানন্দ, রাজস্থানের আশারাম বাপু, তাঁর ছেলে নারায়ণ সাঁই, হরিয়ানার সন্ত রামপাল, তামিলনাড়ুর স্বামী প্রেমানন্দ, উত্তর প্রদেশের প্রেমানন্দ মহারাজ ও উত্তর প্রদেশের চিত্রকূটের স্বামী ভীমানন্দজি মহারাজ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top