Thursday , 9 May 2024
সংবাদ শিরোনাম

নিউ ইস্কাটনে জোড়া খুন : এমপিপুত্র রনির সাক্ষ্য গ্রহণ পেছাল

নিউ ইস্কাটনে জোড়া খুন : এমপিপুত্র রনির সাক্ষ্য গ্রহণ পেছাল

রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুজনকে হত্যার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী ১৫ জুন ও ৬ জুলাই নতুন দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামছুন নাহার এসব দিন নির্ধারণ করেন। আদালতে রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল আজ । কিন্তু কোনো সাক্ষী না আসায় বিচারক নতুন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ২০১৫ সালের  ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক কুমার দাস রনিকে তৃতীয় দফায় দুইদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩  এপ্রিল দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন। পরে ওই বছরের ২৪ মে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। তদন্তভার পাওয়ার পর ২০১৫ সালের ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি। এর পর থেকে রনি কারাগারে আটক রয়েছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top