Saturday , 18 May 2024
সংবাদ শিরোনাম

ফতেহপুরে জঙ্গি আস্তানার ভেতর থেকে বড় বিস্ফোরণের শব্দ

ফতেহপুরে জঙ্গি আস্তানার ভেতর থেকে বড় বিস্ফোরণের শব্দ।

মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুরে জঙ্গি আস্তানার ভেতর থেকে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই বাড়ির আশপাশ থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের সদস্যরা ফতেহপুরে অভিযান শুরু করেন। অভিযান শুরুর পর দুপুর ১২টার কিছু আগে থেকে টানা গুলির শব্দ শোনা যায়। এ সময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে থেকে থেমে থেমে গুলি চলে। বেলা ১টা ৪ মিনিটে ফতেহপুরের জঙ্গি আস্তানা থেকে বড় একটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এর পর সোয়াটের সদস্যরা ওই বাড়ির ভেতরে গ্যাস ছোড়েন। এ সময় ঝাঁজালো গ্যাসে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। এর পর থেকে আবারও ওই বাড়ির আশপাশ থেকে টানা গুলির শব্দ শোনা যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেহপুরের জঙ্গি আস্তানায় পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেখানে অভিযান শুরু করতে না পারায় তারা চলে আসে শহরের বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানায়। পরে সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ফতেহপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌঁছায়। তারা বাড়ির উঠানে অবস্থান নেয়। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে ফতেহপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। এদিকে শহরের বড়হাট এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘেরাও করে রেখেছে পুলিশ। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ এলাকা দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেহপুর এলাকায় গতকাল বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top