Saturday , 18 May 2024
সংবাদ শিরোনাম

শ্রীলঙ্কা টার্গেট দিলো বাংলাদেশকে ৩১২ রানের

 

শ্রীলঙ্কা:ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে অল উইকেট হারিয়ে ৪৯ ওভার ৫ বল খেলে ৩১২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা।
তৃতীয় ওভারের মাথায় প্রথম উইকেট এনে দেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে ৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার দানুস্কা গুনাথিলাকা। এরপর জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিস। দু’জন মিলে স্কোরবোর্ডে তোলেন ১১১ রান।

দলীয় ১২৯ রানের মাথায় ‘নো’ বলে সিঙ্গেল নিতে গিয়ে ৬৫ রানে রানআউটের ফাঁদে পড়েন থারাঙ্গা। মাহমুদউল্লাহ রিয়াদের সরাসরি থ্রোতে সথীর্থদের উদযাপন বেড়ে যায়।

থারাঙ্গা বিদাল নিলেও ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন তরুণ কুশল মেন্ডিস। দিনেশ চান্দিমালকে নিয়ে যোগ করেন আরো ৮৩ রান। দলীয় ২১২ রানে মোস্তাফিজুর রহমানের বলে ২৪ রানে এলবিডব্লুর শিকার হন দিনেশ চান্দিমাল।

পরের ওভারেই ৩৮তম ক্যাচে সেঞ্চুরিয়ান মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। কাঁধে আঘাত হানার পর পেছনে দৌড়ে গিয়ে শূন্যে থাকা বল তালুবন্দি করেন তিনি।

গুনারাত্নে-সিরিবর্ধনা জুটি ৫৫ ভেঙে উইকেটের খাতায় নাম লেখান মেহেদী হাসান মিরাজ।
ক্লিন বোল্ড হয়ে ৩০ রানে সাজঘরে ফেরেন মিলিন্ডা সিরিবর্ধনা। পরের ওভারেই ৪৭তম সরাসরি থ্রোতে থিসারা পেরেরাকে রানআউট করেন মুশফিক। একইভাবে দিলরুয়ান পেরেরাকে ফেরান ‘মি. ডিপেন্ডেবল’। দু’জনই ৯ রান করে বিদায় নেন।

শেষ ওভারে হ্যাটট্রিক উল্লাসে মাতেন তাসকিন আহমেদ। সৌম্য সরকারের ক্যাচে ৩৯ রানে পরিণত হন আসিলা গুনারাত্নে। মোস্তাফিজের হাতে ধরা পড়েন সুরাঙ্গা লাকমল। হ্যাটট্রিক ডেলিভারিতে নুয়ান প্রদীপের স্ট্যাম্প ভাঙেন টাইগার পেস সেনসেশন।

একাই চারটি উইকেট দখল করেন তাসকিন। একটি করে নেন মাশরাফি, মিরাজ ও মোস্তাফিজ।

প্রসঙ্গত, একই মাঠে প্রথম ওয়ানডেতে ৯০ রানের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় টাইগাররা। ৩২৫ রানের টার্গেটে ২৩৪-এ গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

 

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top