Saturday , 18 May 2024
সংবাদ শিরোনাম

ক্লাবের দূত হিসেবে বার্সায় ফিরলেন রোনালদিনহো

ক্লাব অ্যাম্বাসেডরের (শুভেচ্ছাদূত) দায়িত্ব নিতে বার্সেলোনায় ফিরেছেন রোনালদিনহো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। গত বছর নিউইয়র্কে কাতালানদের নতুন অফিস উদ্বোধন করে এ ভূমিকায় আসার আভাস দিয়েছিলেন বার্সার প্রিয় ‘রোনি’।ন্যু ক্যাম্পে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকার জনপ্রিয়তা অনেক। খেলোয়াড়ী জীবনে দুর্দান্ত পাঁচটি মৌসুমে (২০০৩-০৮) বার্সা সমর্থকদের হৃদয়ে ঠায় করে নেন দু’বারের সাবেক ফিফা বর্ষসেরা।আরও বলা হয়, ‘লিজেন্ডস প্রোজেক্টেও থাকবেন রোনালদিনহো, সাবেক খেলোয়াড়দের একটি টিম বিশ্বজুড়ে বিভিন্ন ম্যাচের মধ্য দিয়ে বার্সাকে একটা ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং ক্লিনিকস, ট্রেনিং সেশন ও প্রাতিষ্ঠানিক ইভেন্টস সহ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত অন্যান্য কার্যক্রমে অংশ নেবে।’‘ব্র্যান্ড ও সম্ভাব্য অ্যাসোসিয়েশন একইভাবে পরিচালনার জন্য এফসিবিএসকোলা, এফসি বার্সেলোনা ও রোনালদিনহো ফুটবল অ্যাকাডেমি একে অপরকে বিভিন্ন উপায়ে সহযোতিতার পথ খুঁজবে। কিছু স্কুলের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে দেখা যাবে তাকে এবং কিছু কার্যক্রমে অংশ নেবেন যেখানে তিনি শিক্ষামূলক আলোচনায় নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন।’‘ইউনিসেফের সঙ্গে সম্পর্কিত বার্সা ফাউন্ডেশন ইভেন্টগুলোতে অংশ নেবেন রোনালদিনহো। দ্য মেসিয়া ৩৬০ প্রজেক্ট ক্লাবের আরেকটি প্রকল্প যেখানে উপস্থিত থেকে ট্রেনিং ও কোচিংয়ে অ্যাথলেটদের সাহায্য করবেন।’শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষরিত হবে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ‘সেন্ট্রাল ইউরোপীয় সময় বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) চুক্তি সই হবে। রোনালদিনহোর সঙ্গে ক্যাম্প ন্যুর একদল পরিচালক ও ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ উপস্থিত থাকবেন। এরপর সংবাদমাধ্যমগুলো ক্লাব মিউজিয়ামে (জাদুঘর) ব্রাজিলিয়ান তারকার ছবি তুলবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top