Saturday , 11 May 2024
সংবাদ শিরোনাম

হাত ও পা মিলিয়ে ৩১টি আঙুল

স্বাভাবিকভাবে একজন মানুষের হাত ও পা মিলিয়ে মোট ১০টি আঙুল থাকে। কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। কিন্তু তাই বলে ৩১টি আঙুল! অবিশ্বাস্য হলেও হাত ও পা মিলিয়ে মোট ৩১টি আঙুল নিয়ে জন্মেছে চীনের এক ছেলে শিশু।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হং হং নামের ঐ শিশুটির বয়স এখন তিন মাস। তার হাতে ১৩টি আঙুল ও পায়ে ১৬টি আঙুল রয়েছে। হং হং পলিডেকটিলাইজমে আক্রান্ত।হং হংয়ের মা-ও পলিডেকটিলাইজমে আক্রান্ত। তবে তার আঙুলের সংখ্যা মোট ২৪টি।তবে হং হংয়ের এই বাড়তি আঙুল সরিয়ে ফেলা সম্ভব বলে জানিয়েছেন চিকিত্সকরা। আর শিশুটির বাবা-মাও চান তাদের সন্তান এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাক। খবর: ডেইলি মেইল ও মেট্রো।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top