Friday , 17 May 2024
সংবাদ শিরোনাম

তথ্যপ্রযুক্তি সূচকে পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন (আইডিআই) সূচকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। তালিকায় ৩২তম অবস্থানে আছে আফগানিস্তান। তালিকার শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারত ২৫তম এবং পাকিস্তান ৩০তম অবস্থানে রয়েছে। আইটিআই’র সর্বশেষ এই প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটি। এছাড়া বিশ্বে বর্তমানে ৩২০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে। তবে আইটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top