Saturday , 27 April 2024
সংবাদ শিরোনাম

অনলাইনে জুয়ার অ্যাপস শতভাগ বন্ধের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

অনলাইনে জুয়ার অ্যাপস শতভাগ বন্ধের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুয়ার অ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ‌্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের জোরালো উদ‌্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন পলক। এ সময় অধিদপ্তরে স্থাপিত ‘সাইবার থ্রেট ডিটেনশন অ্যান্ড রেসপন্স সেন্টার’ পরিদর্শন করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় স্বল্প সম্পদে ভালো ফল পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. সাহাব উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top