Sunday , 19 May 2024
সংবাদ শিরোনাম

অলস্টার ক্রিকেটে ওয়ার্নের কাছে শচীনের হার

অলস্টারস সিরিজের প্রথম টি ২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের ওয়ার্ন ওয়ারিয়র্স দলের কাছে ৬ উইকেটে হেরেছে শচীনের দল শচীন ব্লাস্টার্স।শনিবার রাতে নিউইয়র্কের বেজবল খেলার মাঠ সিটি ফিল্ডে টস জিতে ওয়ার্ন ওয়ারিয়র্সের অধিনায়ক শেন ওয়ার্ন শচীন ব্লাস্টার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।ব্যাট করতে নেমে শচীন-শেবাগ ওপেনিং জুটিতে ৮৫ রান এলেও পরবর্তি জুটিগুলো আর ভালো করতে পারেনি। শচীন ২৬ রান করে আউট হয়ে গেলেও শেবাগ করেন ৫৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে শচীন ব্লাস্টার্স। ওয়ার্ন ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। সাইমন্ডস নেন ১৫ রানে তিন উইকেট।১৪১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়ার্ন ওয়ারিয়র্স। ওয়ার্নের দলের পক্ষে সাঙ্গাকারা ৪১ এবং রিকি পন্টিংয়ের অপরাজিত ৪৮ রান করেন।  এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়ার্নের দল।নিউইয়র্কের মাঠে এই লিজেন্ডদের খেলা দেখার জন্য দর্শকদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায়। আসলে সব ক্রিকেট কিংবদন্তিদের খেলা দেখতেই দর্শকদের এ উপস্থিতি।সবচেয়ে ভালো লাগার বিষয় হলো-ওয়াসিম, ওয়ালস, ভেট্টোরি, শোয়েব আখতার কিংবা শন পোলকদের বোলিং দেখে মনে হয়েছে এখনো তারা যেকোনো দলে বল করার সামর্থ্য রাখে। একইভাবে হেইডেন, পন্টিং, শেবাগ, সাঙ্গাকারা, শচীনরা যেভাবে ব্যাটিং করেছেন অপূর্ব তাদের ব্যাটিং স্টাইল। অবসর নিলেও ব্যাটিং কারিশমা দেখানো যেন এখনো তারা ভোলেননি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top