Monday , 20 May 2024
সংবাদ শিরোনাম

ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো সুযোগ নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (পৌরসভা নির্বাচন) সরকারকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেবে না বিএনপি। একই সঙ্গে সংলাপের জন্য বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলেও দলটির পক্ষ থেকে এই আহ্বান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।তিনি বলেন, যদিও দলীয় প্রতীকে এই নির্বাচনের বিষয়ে জোর আপত্তি রয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও চলতি বছরের তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। ওই নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা তুলে ধরে এপ্রিলে বিএনপিপ্রধান খালেদা জিয়া বলেছিলেন, আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি করেছি। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের ওই দাবি নেই।মওদুদ বলেন, আমরা যে গণতন্ত্র চর্চা করতাম সে গণতন্ত্র নেই বললেই চলে। এই হারানো গণতন্ত্র ফিরে পেতেই আমরা আন্দোলন করছি। এ আন্দোলন আরো জোরদার করা হবে।এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন, এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শামীম, আব্দুল লতিফ জনি, শামীমুর রহামান শামীমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top