Friday , 17 May 2024
সংবাদ শিরোনাম

আজ ঘটনাবহুল বিপ্লব ও সংহতি দিবস

আজ শনিবার ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। বর্তমান সরকারের আমলে সম্পূর্ণ বৈরী পরিবেশে এবার দিবসটি পালন করছে বিএনপি।প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবসটি উপলক্ষে করে বিএনপির রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ অন্য সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের একটি অংশই ১৫ আগস্টে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি কর্তৃত্ববাদী হয়ে ওঠার একপর্যায়ে একদলীয় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় রূপ নিয়েছিল।এমনই এক প্রেক্ষাপটে মতাদর্শগত কোন্দলে আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করে। তাই জাতীয়তাবাদী দল বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা তাই জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন সৈনিক-জনতা বন্দীদশা থেকে মুক্ত করেন তাদের প্রিয় সেনাপতি জিয়াউর রহমানকে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top