Saturday , 27 April 2024
সংবাদ শিরোনাম
সর্বোচ্চ চেষ্টা চলছে জিম্মি নাবিকদের ছাড়াতে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ চেষ্টা চলছে জিম্মি নাবিকদের ছাড়াতে: পররাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নাবিকদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, সোমালি জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।

এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা সদস্যদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ২০০ মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তিনি বলেন, এখন থেকে দুবাই ছাড়াও আরব আমিরাতের অন্য শহরেও জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ।

রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায় সবকিছুর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। এক সপ্তাহের বেশি সময় পার হলেও সোমালিয়ান জলদস্যুদের থেকে মুক্ত হয়নি নাবিকসহ জাহাজটি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top