Friday , 10 May 2024
সংবাদ শিরোনাম
দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ

দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ

দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পুরুষ ভোটার। ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন নারী ভোটার। আর ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।

শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে।

ভোটার তালিকা হালনাগাদে ভোটার বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top