Monday , 20 May 2024
সংবাদ শিরোনাম

১৪ দল নেতাদের বৈঠক চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের নেতাদের বৈঠক চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ দলের সভায় মূলত আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের নেতারা আসন ভাগাভাগি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবেন। সেখানে ১৪ দলের নেতারা আওয়ামী লীগ সভাপতির কাছে তাদের চাওয়া-পাওয়া তুলে ধরবেন। কোন দলের কতটি আসন পাওয়ার আশা তা ব্যক্ত করবেন। এছাড়া কোন আসন ১৪ দলের বিভিন্ন নেতাদের জন্য ছাড় দেওয়া হবে- এ বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই মহাজোট। নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোট নেতারা। তবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও এখনও আসন বণ্টন হয়নি। আওয়ামী লীগ দুটি আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে নৌকার প্রার্থী দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে শরিকদের প্রতিনিধিত্ব ছিল। তবে সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় শরিক দলের কাউকে রাখা হয়নি। এরপর থেকেই নানা কারণে জোট শরিকদের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে আজকের বৈঠকে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির মধ্যদিয়ে এই দূরত্ব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top