Wednesday , 15 May 2024
সংবাদ শিরোনাম

গাজায় ৩৭ দিন ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিল নবজাতক শিশু

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৭ দিন পর এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

গাজার ফটোগ্রাফার নুহ আল শাঘনোবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করেছেন।  উদ্ধারের আগে শিশুটিকে অনেকে মৃত মনে করলেও তিন ঘণ্টার কঠোর চেষ্টায় উদ্ধারের পর দেখা যায়, শিশুটি জীবিত রয়েছে। তবে শিশুটির মা-বাবা বেঁচে আছেন কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি মারা গেছে, যাদের মধ্যে দুই তৃতীয়াংশই নারী ও পুরুষ। কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার কাতার জানায়, এ যুদ্ধবিরতি আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top