Thursday , 31 October 2024
সংবাদ শিরোনাম

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরা ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক

রেজাউল করিমঃ একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের আনন্দকে ও খুশির মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে মহামারি এই করোনাভাইরাস। করোনা সারা বিশ্বের মানুষের আনন্দনে ম্লান করে রেখেছে। চারদিকে লাশের মিছিল, কমছে, আক্রান্তর সংখ্যা কমে গেছে। এই মুহুর্তে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে।

করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি। এই কামনায় সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক।

এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিকরা ইউনিয়ন সহ- দেশ ও বিদেশের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সাথে সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি আরো বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। চলছে মাহে রমজানের সিয়াম সাধনার মাস। সামনে ঈদ। কিন্তু সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশে করোনার ভয়াল থাবায় মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে কমে গেছে। দেশের এই অবস্থায় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।এই উপলক্ষে উদ্ভাসিত হউক আপনার আমার সবার জীবন,পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আপনার আমার সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। ঈদ গরীব দুঃখী ভেদাভেদ ভুলে গিয়ে মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ফুটিয়ে তুলতে এই উৎসব।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top