Saturday , 18 May 2024
সংবাদ শিরোনাম

সাবেক ডেমোক্র্যাট সিনেটরকে নাসার প্রধান করলেন বাইডেন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেমোক্র্যাটদলীয় সাবেক সিনেটর বিল নেলসনকে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই পদের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি এমন খবর দিয়েছে।

এমন এক সময় তাকে এই নিয়োগের খবর এসেছে, যখন আর্টেমিস কর্মসূচির অধীন চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা।

তাছাড়া সংস্থাটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গবেষণাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছেন বাইডেন।

মনোনয়ন নিশ্চিত হলে তিনি সাবেক প্রশাসক জিম ব্রিডেনস্টিনের স্থলাভিষিক্ত হবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। গত ২০ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন জিম। তার মনোনয়ন নিয়ে প্রথমে সন্দেহ দেখা দিয়েছিল।

কারণ জিমের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক ছিল। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিকে চিন্তাধারার বিরোধী ছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত নাসার সফল প্রশাসক হিসেবে তিনি নিজেকে প্রমাণে সক্ষম হন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top