Sunday , 9 June 2024
সংবাদ শিরোনাম

গভীরতম তদন্ত চান শামীম ওসমান, নাশকতার আশঙ্কা প্রকাশ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গভীরতম তদন্ত দাবি করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নাশকতার আশঙ্কা প্রকাশ করছি। তবে আমি বিশেষজ্ঞ নই। এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছে, তারা তদন্ত করবে। আমার স্বাভাবিক কমনসেন্স বলে এসি  সাধারণত ভেতরের দিকে বিস্ফোরণ হয় না। বাইরে যে কম্প্রেসার আছে সেটি বিস্ফোরণ হওয়ার কথা।
আজ শনিবার দুপুর দেড়টায় ঘটনাস্থল মসজিদে হাজির হয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। শামীম ওসমান আরো বলেন, বিষয়টির কোন স্বাভাবিক তদন্ত করে ছেড়ে দিলে হবে না।  ঘটনাটি গ্যাস লিকেজ বা এসি বিস্ফোরণ থেকে হয়েছে এরকম বলেই শেষ করে দিলে চলবে না।।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top