Saturday , 11 May 2024
সংবাদ শিরোনাম

কুড়িগ্রাম-৩ আসনে ভোটগ্রহণ চলছে

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৫ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উলিপুর ও চিলমারী উপজেলা মিলে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম ৩ আসন। এতে মোট ভোটার তিন লাখ ৬৩ হাজার ৭৫ জন। পুরুষ ভোটার এক লাখ ৭৬ হাজার ৪৭৭ এবং নারী ভোটার এক লাখ ৮৬ হাজার ৫৯৮। ভোটকেন্দ্র ১৫৯ এবং ভোটকক্ষ ৭৬৭টি।

কেন্দ্রগুলোতে ১৫৯ জন প্রিসাইডিং অফিসার, ৭৬৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক হাজার ৫৩৪ জন পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও আচরণ বিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে  স্ট্রাইকিং ফোর্সের জন্য ১৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সে রংপুর র‌্যাব’র ৩০টি টহল দলে ৩৪৬ সদস্য, ১৩ প্লাটুন বিজিবিতে ২৬৩ জওয়ান ছাড়াও দুই হাজার ৩০০ জন পুলিশ ও আড়াই শ জন অস্ত্রধারী আনসার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার প্রতিদ্বদ্বিতা করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম ৩ আসনটি শূন্য হয়। আসনটিতে গত ১০ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top