Friday , 10 May 2024
সংবাদ শিরোনাম

তিন মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাশকতার দুই ও নড়াইলে মানহানির একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী।

আজ রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এ জামিন আবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টে এ আবেদন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছিলাম। কিন্তু জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হয়েছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে দেখা যায় না। এ কারণে হাইকোর্টে আমরা জামিন চেয়েছি।

বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চে জামিন আবেদন শুনানির জন্য অনুমতি চান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়ার জামিন বহাল রাখলেও কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকার কারণে এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই কেবল তিনি জামিনে মুক্তি পাবেন বলে তার আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top