Sunday , 12 May 2024
সংবাদ শিরোনাম

সিটি নির্বাচনে জোটগত প্রার্থী দেবে ২০ দল

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জোটগতভাবে প্রার্থী দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। গত রাতে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জোট নেতারা জানিয়েছেন। একাধিক নেতা বলেন, দুই সিটিতে তারা জোটগতভাবে নির্বাচন করবেন। প্রার্থীও হবে জোট সমর্থিত।

এক নেতা জানান, এ দু’টি নির্বাচনে জোটের শরিক জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে। দলটি তাদের দলীয় ফোরামে ২০ দলীয় জোটের নেয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর অধ্যাপক আবদুল হালিম, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এম এম আমিনুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার রেহানা প্রধান, খন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, বিজেপির আবদুল মতিন সউদ, লেবার পার্টির দুই অংশের মোস্তাফিজুর রহমান ইরান, এমদাদুল হক চৌধুরী, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, ইসলামিক পার্টির আবুল কাশেম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ ও এনডিপির মনজুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সর্বশেষ গত ২৪ মার্চ বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জোটের নেতাদের সাথে বৈঠক করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top