Sunday , 12 May 2024
সংবাদ শিরোনাম

অবশেষে প্রশান্ত মহাসাগরে পড়ল চীনা মহাকাশ স্টেশন!

অনেক জল্পনা-কল্পনা শেষে চীনা মহাকাশ স্টেশন তিয়ানগং-১’র  ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর পড়েছে। সোমবার সকাল ৮.১৫ মিনিটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর আছড়ে পড়ে মহাকাশ স্টেশনটি। এর আগে, এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে আগুন ধরে টুকরো টুকরো হয়ে যায়।

চীন জানিয়েছিল, মহাকাশ স্টেশনটি ব্রাজিলের সাও-পাওলোতে আছড়ে পড়তে পারে। কিন্তু এর ওপর বেজিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাই, এটি কোথায় এসে পড়তে পারে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে তিয়ানগং-১ নামের যানটি উৎক্ষেপণ করেছিল চীন। এর কয়েকবছর পর ৮ হাজার কেজি ওজনের স্টেশনটি বিকল হয়ে যায়। পরে একে পরিত্যক্ত ঘোষণা করে চীন। তখন থেকেই এটি মহাকাশে ভাসমান অবস্থায় ছুটে বেড়াচ্ছে। প্রায় সাত বছর পর এটি এখন ধ্বংস হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথে এটিতে আগুন ধরে যাবে। কিছু ধ্বংসাবশেষ মাটিতে এসে পড়বে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top