Wednesday , 15 May 2024
সংবাদ শিরোনাম

রাবেয়া-রোকেয়ার মাথা আলাদা করার প্রক্রিয়া শুরু আগামীকাল

মাথা জোড়া লাগানো ২০ মাসের শিশু রাবেয়া-রোকেয়ার মাথা আলাদা করার প্রক্রিয়া কাল থেকে শুরু হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সকালে রাবেয়া-রোকেয়ার চিকিৎসায় গঠিত ২২ সদস্যের মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার শফিকুল ইসলাম। কয়েকটি ধাপে তাদের মাথা আলাদা করা হবে। মঙ্গলবার হবে এনজিওগ্রাম। যদিও এমন অপারেশনের সফলতার হার মাত্র ২০ শতাংশ। তারপরেও, সন্তানদের সুস্থ হবার স্বপ্ন দেখছেন রাবেয়া-রোকেয়ার বাবা-মা।

এ সময় নিউরো সার্জন ডাক্তার শফিকুল ইসলাম বলেন,  ‘এই ধরনের অপারেশন খুবই জটিল। গেল শতকে যতগুলো অপারেশন হয়েছে তার ৮০ ভাগ ব্যর্থ। মাথা দুইটা পুরোটাই জোড়া লাগানো এই দুই বাচ্চার। এখন নতুন এক পদ্ধতইতে অপারেশন করা হবে। ধাপে ধাপে এদের রক্তনালী আলাদা করা হবে।’

শিশুদের বাবা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার মত এক সাধারণ মানুষের আকুতি জেনে তিনি আমাদের দুই বাচ্চার দায়িত্ব নিয়েছেন। আপনারা দোয়া করবেন আমার বাচ্চারা যেনো সুস্থ হয়ে উঠে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top