Monday , 13 May 2024
সংবাদ শিরোনাম

‘মন্ট্রিল চুক্তিতে সই না করা আমার বোকামি ছিল’

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার মন্ট্রিল চুক্তি সই না করায় বাংলাদেশ বিদেশি অর্থায়ন পাচ্ছে না। এ সমঝোতা কার্যকর করা নিয়ে সংশয় থেকে এতে সই না করা নিজের ভুল ছিল বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জলবায়ু অর্থায়ন’ বিষয়ক সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কাজের সুষ্ঠু তদারকি করতে পারলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা সহজ হবে। এ লক্ষে স্থানীয় সরকার ও জনসাধারণকে প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পৃক্ত করার কাজ চলছে’।
অর্থের সংস্থান, অর্থ খরচের সক্ষমতা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা। জবাবে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট’ গঠন করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top