Thursday , 16 May 2024
সংবাদ শিরোনাম

জামালপুরে এরশাদ আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে।

জামালপুরে এরশাদ আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে।

এ,কে,এম শফিকুল ইসলামঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নয়তো ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এক সভায় এরশাদ এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত বলেছেন, ‘এখন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে। অন্য কেউ না। তবে আমরা সিল মারার নির্বাচন করতে চাই না, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চাই। তাই ৩০০ আসনে প্রার্থী দিয়েছি। এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে নিয়ে আশার আলো দেখছে। তারা এই সরকার নিয়ে আশার আলো দেখে না। এই বন্যার সময় সরকারের কোনো নেতা আসেন নাই। তারা ঢাকায় বসে বাকবিতণ্ডা করে। একজন মন্ত্রী বলছেন, চালের দাম ৫৬ টাকা হয়েছে তাতে কী হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এরশাদ প্রশ্ন তুলে বলেন, এটা কোনো কথা হলো। মানুষের কি ক্রয় ক্ষমতা বেড়েছে ? মানুষ কি চাল কিনতে পারছে ? সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে না। কখন কাকে ধরে নিয়ে যায়, কে গুম হয়, খুন হয় এই এই চিন্তায়। কিন্তু জাতীয় পার্টির আমলে এমন ছিল না। তাই মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এম এ সাত্তার, জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইকবাল এহসান প্রমুখ। পরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এরশাদ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top