Monday , 29 April 2024
সংবাদ শিরোনাম

নবনির্বাচিত মেয়র শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীকে সাক্কুর সালাম

নবনির্বাচিত মেয়র শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীকে সাক্কুর সালাম

নির্বাচিত হওয়ার এক মাস ১০ দিন পর শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বিএনপিদলীয় মেয়র সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে সচিবালয়ে শপথ গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন। ২০১১ সালে সিটি করপোরেশন ঘোষণার পর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মনিরুল হক। এ বছর অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গত ২০ এপ্রিল মনিরুল হক সাক্কুকে জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর দুদিন আগে ১৮ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাঁর বিরুদ্ধে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন এবং চার কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে মনিরুল হকের বিরুদ্ধে ওই আদেশ দেওয়া হয়। ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মনিরুল হকের বিরুদ্ধে ওই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০১৬ সালের নভেম্বরে মনিরুল হককে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ৯ মে আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন নেন মনিরুল হক সাক্কু। গেজেট প্রকাশিত হওয়ার এক মাসের মধ্যেই শপথ গ্রহণ করার বিধান আছে।

এদিকে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার সচিব আবদুল মালেক। এ সময় ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন। কুমিল্লা সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ২২ জন ও সংরক্ষিত ওয়ার্ডের সাতজন সদস্যসহ মোট ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথগ্রহণ করেন। গত ২০ এপ্রিল নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top