Thursday , 9 May 2024
সংবাদ শিরোনাম

পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্যদান করে ইতিহাস গড়লেন

পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্যদান করে ইতিহাস গড়লেন

পার্লামেন্টে বসে স্তন্যদান করা যাবে, এমন আইন গত বছরেই পাস করেছিল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। আইন পাস করার পরও এত দিন স্তন্যপান করানোর কোনো ঘটনা ঘটেনি দেশটির পার্লামেন্টে। তবে এবার পার্লামেন্ট চলাকালে সন্তানকে বুকের দুধ পান করালেন লারিসা ওয়াটারস নামের অস্ট্রেলিয়ার এক নারী সিনেট সদস্য। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি ভোট অনুষ্ঠিত হয়। সেখানে দুই মাস বয়সের মেয়ে আলিয়া জয়কে সঙ্গে নিয়ে আসেন লারিসা। তিনি বামপন্থী গ্রিনস পার্টির একজন সদস্য। দেশটিতে তিনিই প্রথম পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্যদান করে ইতিহাস গড়লেন। লারিসা বলেন, ‘পার্লামেন্টে নারী ও মা-বাবার অংশগ্রহণ বাড়ানো দরকার। ‘এবং আমাদের সবার জন্য পরিবার-বন্ধুভাবাপন্ন কর্মস্থল ও সাশ্রয়ী শিশু পরিচর্যাকেন্দ্র দরকার। এ বিষয়ে আরেকজন সিনেট সদস্য কেটি গালাগহার বলেন, ‘বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে নারীরা এটা করছে।’ তিনি এ মুহূর্তটির স্বীকৃতি দাবি করেন।তবে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টে স্তন্যদানকে বেশ স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়। ২০১৬ সালে স্পেনের পার্লামেন্ট সদস্য ক্যারোলাইনা বাসকানসা দেশটির পার্লামেন্টে স্তন্যদান করার জন্য সমালোচিত হয়েছিলেন। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে স্তন্যদানের বিষয়টি বিবেচনায় আনার জন্য পরামর্শ দেন রাজনীতিকরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top