Sunday , 19 May 2024
সংবাদ শিরোনাম

ইউনিয়ন নির্বাচনে বিএনপির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা

ইউনিয়ন নির্বাচনে বিএনপির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা।

টাঙ্গাইলের চারটি উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।  এর মধ্যে মির্জাপুর উপজেলার ছয়টি, সখিপুর উপজেলার দুটি ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট চলাকালে গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের বিএনপির প্রার্থী আনসার আলী সাগর সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে আনসার আলী সাংবাদিকদের বলেন, ইউনিয়নের নয়টি কেন্দ্র নৌকা প্রতীকের সমর্থকরা দখল করে নিয়েছে। মির্জাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন হচ্ছে ভাওড়া, বহুরিয়া, তরফপুর, আজগানা, লতিফপুর ও ফতেপুর ইউনিয়ন। সখিপুর উপজেলা গজারিয়া ও দারিয়াপুর ইউনিয়নে সাধঅরন নির্বাচনে ভোট চলছে। সকাল থেকেই ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top