Sunday , 19 May 2024
সংবাদ শিরোনাম

বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের অন্য বিভাগের দ্বন্দ্ব কাম্য নয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিচার  বিভাগের সঙ্গে রাষ্ট্রের অন্য বিভাগের  দ্বন্দ্ব কাম্য নয়  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের অন্য কোনো বিভাগের দ্বন্দ্ব কাম্য নয়।  আজ শনিবার রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বসবাসের জন্য ২০ তলাবিশিষ্ট এই ভবন নির্মাণ করেছে। ভবনটিতে তিন হাজার ৩৫০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট রয়েছে। এটিতে নিশ্চিত করা হয়েছে সব আধুনিক সুযোগ-সুবিধা। শনিবার ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিনটি অঙ্গের (আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ) মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আমি চাই না যে, এ রকম ধরনের কোনো কথা উঠুক যে, আজকে আমাদের কোনো কথার দ্বন্দ্ব বা কিছু আছে। এ ধরনের কথা গেলে, এটা জাতির জন্য ভালো হবে না। জনগণের জন্য ভালো না বা বিচার বিভাগের ইমেজ (ভাবমূর্তি) সেটাও যেমন প্রশ্নবিদ্ধ হবে, কার্যনির্বাহী বিভাগ বা লেজিসলেটিভ বা আমাদের এক্সিকিউটিভ (নির্বাহী) সেখানেও জনগণ একটা ভুল ধারণা নিয়ে যাবে। ১৯৭৫ সালের পরবর্তী সময়ের রাষ্ট্রীয় অনেক অসঙ্গতি নিয়ে উচ্চ আদালত সঠিক রায় দিয়েছেন বলে বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। শুধু বিচারপতি নয়, সরকারি কর্মচারীদের জন্যও ঢাকা এবং জেলা-উপজেলা শহরে আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে নানা ধরনের হুমকি আমরা পেয়েছিলাম। এটা আমরা তখন কাউকে বলিনি। অনেক ধরনের হুমকি আমাদের কাছে এসেছিল, এটা হবে, ওটা হবে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তারা এত সক্রিয় ছিলেন যে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আমাদের এই নববর্ষ উদযাপন করা হয়েছে এবং নববর্ষটা কিন্তু ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলেই পালন করে। কাকরাইলে বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন শেষে  প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলানগরে সংসদ সচিবালয়ের কর্মচারীদের জন্য আবাসিক ভবন এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৫ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবনের উদ্বোধন করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top