Thursday , 16 May 2024
সংবাদ শিরোনাম

বিক্রিতে শীর্ষে – আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ

অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’র  আজ অষ্টম দিন। ইতিমধ্যে বইমেলা পুরোদমে জমে উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে আগ্রহী পাঠক স্টল ঘুরে ঘুরে বই কিনতে শুরু করেছে। প্রতিদিন বিকাল হলেই বই প্রেমী মানুষের ঢল নামে মেলায়। বড় পরিসরে বই মেলা হওয়ায় সব বয়সই নারী পুরুষ সাচ্ছন্দে বই কিনতে পারছেন।জানা গেছে, এবারের বই মেলায় গত এক সপ্তাহে নতুন বই এসেছে ৫২২টি। প্রতিদিনই আসছে নতুন বই। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রচিত ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ গত সাত দিনে ভালো বিক্রি হয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।অন্বেষা প্রকাশনীর প্রকাশক সাহাদাত হোসাইন বলেন, ‘গত সাত দিনে আমরা এস এম জাকির হোসাইনের রচিত বইটি প্রায় চার হাজার কপি বিক্রি করেছি। বইটির পাঠক মহলে প্রচুর চাহিদা রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে পাঠক বইটি কিনবেন।’বইটির রচয়িতা এস এম জাকির হোসাইন জানান, ‘বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের সঙ্গে মিশে আছে বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে গভীর আত্মত্যাগের ইতিহাস। নতুন প্রজন্মের ছাত্রসমাজ যাতে ছাত্রলীগের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পারে সেই প্রয়াস থেকেই বইটি রচনা উদ্বুদ্ধ হয়েছি। আশা করি, এ দেশের ছাত্র সমাজের কাছে পাঠক প্রিয়তা পাবে।’ উল্লেখ্য, অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিক বইটির প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ২০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই অন্বেষা প্রকাশনীর প্যাভিলিয়ন-১২ ও ছাত্রলীগের নিজেস্ব স্টল ‘মাতৃভূমি’তে বইটি পাওয়া যাচ্ছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top