Tuesday , 14 May 2024
সংবাদ শিরোনাম

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে কেক কেটে ও গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে কেক কেটে ও গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে ঘিওর উপজেলার কলতা অভয়চর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন- কলতা অভয়চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম খান, সহকারী শিক্ষক আনন্দ সাহা, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য শাহিনুর ইসলাম, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পাপ্পু ঘোষ ও সরকারী দেবেন্দ্র কলেজের উপ ধর্মবিষয়ক সম্পাদক সৌরভ শিকদার।এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা ও ১১ দফাসহ একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই সংগঠনের নেতাকর্মীরা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। এসব আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে শহিদ হয়েছেন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতেগড়া ঐতিহ্যবাহী এই সংগঠনের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।এদিকে সদর থানা ছাত্রলীগের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ হয়।সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব সাহাসহ জেলা ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top