Sunday , 19 May 2024
সংবাদ শিরোনাম

৪ আগস্ট হজ ফ্লাইট শুরু হবে, শেষ ফ্লাইট ৫ সেপ্টেম্বর

আজ মঙ্গলবার দুপুরে বিমান মন্ত্রণালয়ে হজ ফ্লাইট নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আগামী ৪ আগস্ট হজ ফ্লাইট শুরু হবে। শেষ ফ্লাইট ৫ সেপ্টেম্বর। ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। বিমানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে প্রায় এক লাখ এক হাজার ৭৫৮ হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স এই হজযাত্রীদের পরিবহন করবে।
রাশেদ খান মেনন বলেন, ‘আগে একজন হজযাত্রী ৩০ কেজি মালামাল বহন করতে পারতেন। এবার ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন। এ ছাড়া প্রত্যেক হাজি বাংলাদেশ বিমানবন্দরে নেমে ১০ লিটার জমজমের পানি পাবেন।’ হজ পরিবহনে অন্যান্য বারের মতো এবার কোনো সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বিমানমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top