মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বলা হয়, ক্যাডেট কোর এতদিন ১৯৫০ সালের আইন দিয়ে চলছিল। এখন এর পরিধি বিস্তৃত হয়েছে। এ কারণে নতুন আইন প্রণয়ন ও এর আওতায় অধিদফতর গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।মন্ত্রিসভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।এছাড়া দেশে জঙ্গিদের নাশকতার ব্যাপারে মন্ত্রিসভার সদস্যদের সর্তক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
Share!