Saturday , 1 June 2024
সংবাদ শিরোনাম

সাড়ে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘন-কুয়াশার তীব্রতার কারণে এই রুটে বৃহস্পতিবার নয়টার পর ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচল শুরু হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন( বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল যুগান্তরকে বন্ধ ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার ফেরি মাস্টারা সামান্য দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।এই রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ৫টি ফেরি মাঝপদ্মায়, আর বাকী ফেরিগুলোর মধ্যে পাটুরিয়া ঘাটে ১১টি ও দৌলতদিয়া ঘাটে একটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।  সূত্র মতে, ফেরি পারের অপেক্ষায় পদ্মার দু’পাড়ে যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকার কারণে ঝাট এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। পাটুরিয়া ঘাটের তিন কিলোমিটার ও দৌলতদিয়া ঘাটেও ঠিক একইরকম যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top