Thursday , 16 May 2024
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সোমবার তার ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল।রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্রটি জানায়, তিন দিনের সফরে সোমবার প্রধানমন্ত্রীর ফ্রান্সে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। তবে প্যারিসে হামলার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে।তবে, গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সূত্র নাম না প্রকাশের শর্তে যুগান্তরকে জানায়, এখন পর্যন্ত সফরসূচি অপরিবর্তিত রয়েছে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় দেশটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২৯ জন নিহত হন। হামলার পর এর দায় স্বীকার করেছে ইসলামীক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণা দেয়ায় এ হামলা চালানো হয় বলে জানায় আইএস।এদিকে হামলার সঙ্গে সম্পৃক্ত ওমর ইসমাইল নামে একজনকে সনাক্ত করেছে দেশটির গোয়েন্দারা। তিনি ফ্রান্সের নাগরিক বলে বার্তা সংস্থা এএফপি জানায়। তার বিরুদ্ধে দেশটির পুলিশের কাছে অনেকগুলো মামলাও রয়েছে। তাকে কয়েকবার গ্রেফতার করা হলেও কখনো কারাবরণ করেননি তিনি।এদিকে ওমরের ভাই এবং বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা জানান, ওমরের সঙ্গে অনেকদিন হলো তাদের কোনো যোগাযোগ নেই। ওমর আলাদা বাসা নিয়ে থাকেন বলে তারা জানান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top