Monday , 20 May 2024
সংবাদ শিরোনাম

সরকারের ইমেজ নষ্টের অপপ্রয়াস খালেদার: হানিফ

লন্ডনে দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।তিনি বলেছেন, লন্ডনে বসে খালেদা জিয়া অসত্য তথ্য ও কল্পকাহিনী দিয়ে সরকারের ইমেজ নষ্ট ও সরকারকে বিব্রত করার অপপ্রয়াস চালিয়েছেন।রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে খালেদা জিয়ার এমন বক্তব্যে প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতি করেছে কখনও কেউ দেখেনি।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি কাকে বলে সেটা তখন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান দেখিয়েছিলেন।তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গি মানসিকতায় বিশ্বাসী। উনার প্রভূদের নির্দেশে বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন তিনি।ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করবো’ খালেদা জিয়ার এমন বক্তব্যেকে ‘ভূতের মুখে রাম নাম’ আখ্যা দিয়ে হানিফ বলেন, উনি ক্ষমতায় থাকতে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করেছিলেন। দুর্নীতিতে দেশকে পাঁচ বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লেডি হিটলার’ বলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়ার হীন মানসিকতার বর্হিপ্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী আইন শাসন প্রতিষ্ঠায় কঠোর।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাগৃতি প্রকাশনীর মালিক নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে নিয়ে নিজের দেয়া বক্তব্যেকে ‘ডেড ইস্যু’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।তিনি বলেন, এই বক্তব্য প্রত্যাহারের ব্যাপারে দলের কোনো চাপ ছিল না। এটা হল ডেড ইস্যু। এটা শেষ হয়ে গেছে ওই দিনেই। এটা নিয়ে দ্বিতীয়বার কথা বলার সুযোগ নেই।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাব্লু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, সহ-সম্পাদক পণিরুজ্জামান তরুন, রুবিনা মীরা, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোর্শেদ কামাল প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top