ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের পথে ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এতে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছেড়ে যায়। ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও কেউ হতাহত হয়নি।
গফরগাঁও রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলাউদ্দিন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লুব লাইনের কাছে বগি লাইনচ্যুত হওয়ায় স্টেশনের দুটি লাইনেই বন্ধ হয়ে যায়। ফলে ময়মনসিংহ বিভাগের সব রুটের সঙ্গে তিন ঘণ্টা ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে সকাল ৮টা ৪০ মিনিটে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হলেও রেলের বড়রকমের কোনো ক্ষতি হয়নি। মাত্র একটি স্লিপার ভেঙে গেছে।