বাংলাদেশ – ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
স্টফ রিপোটার: বাংলাদেশ ও ভারতের মধ্যে সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ঢাকায় সফররত ভারতের অর্থ ও করপোরেট মন্ত্রী অরুণ জেটলি উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঋণের টাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো, অর্থনৈতিক অঞ্চল, পায়রা সমুদ্রবন্দর সড়ক, রেলপথ উন্নয়নসহ মোট ১৭টি প্রকল্প কার্যকর করা হবে।